নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতিসন্তান সংগীত শিল্পী মোজাহের ইসলাম বাউল সংগীতে বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা পেয়েছেন।

গত ৬ নভেম্বর বিকেলে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্টানের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হারুর অর রশীদ বিপিএম পিপিএম (বার), বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সহ সম্পাদক মো. ইস্কান্দর মির্জা শামীম। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইব্রাহীম পাটোয়ারী।

মো.মোজাহের ইসলাম বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here