১২ মে, ২৯ বৈশাখ,  গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩২ তম (অধিবর্ষে ১৩৩ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৬৬ – মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি সইয়ের জন্য শিবাজি আগ্রায় আসেন।
১৮৭৮ – ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান’ প্রতিষ্ঠা।
১৯০২ – ঢাকায় প্রথম চলচ্চিত্র প্রদর্শনী : স্থান- জগন্নাথ কলেজ।
১৯৪৯ – বার্লিন অবরোধের অবসান।
১৯৫৫- সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার।

জন্ম
১৮২০ – ‘লেডি উইথ দি ল্যাম্প’ ফ্লোরেন্স নাইটিংগেল।
১৯১৩ – ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত।

মৃত্যু
১৮৪৫ – আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
১৯৪১ – কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশরঞ্জন দাশ।
১৯৫৭ – এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৭১ – লেখক সা’দত আলী আখন্দ।
১৯৭২ – রাজনীতিবিদ কফিল উদ্দিন চৌধুরী।
২০০১ – ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here