শিবলী আহমেদ:

কথাটা শুনে যে কেউ চমকে ওঠবেন। ফেসবুক নাকি আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে।

সুরা আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে রয়েছে ফেসবুক আবিষ্কারের মূল থিম’- একটি ওয়াজ মাহফিলে গত মার্চ মাসে এমনটাই দাবি করেছিলেন একজন মুসলিম বক্তা।

তবে অনেক ইসলামি চিন্তাবিদই মনে করেন এই মাওলানার মক্তব্য বিতর্কিত। এর কোনো সঠিক ব্যাখ্যা নেই। বক্তব্য শুনতে পারেন এই ভিডিওটিতে:

প্রায় ১৩ ঘণ্টা আগে ’সাবাজ আলী’ নামক একজন ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি আপলোড করেছেন।

ভিডিওটির সঙ্গে সঙ্গে তিনি লিখেছেন- ’এই ফেসবুক আবিষ্কার হয়েছে আজ থেকে ৩০/৪০ বছর আগে, কিন্ত ১৪০০ বছর আগে এটির থিম বলে দিয়েছেন কুরআনে।

এই যে ফেসবুকের লাইক বাটন, কমেন্ট অপশন, শেয়ার করা এর সবই আবিষ্কার হয়েছে কুরআন গবেষণা করে। তথ্যমূলক আলোচনা কেউ শুনতে রাজি না। জানি এসব আলোচনা শুনলেই আপনাদের মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্ত এগুলোর প্রমাণ আছে আমার কাছে।

আরোও জেনে রাখুন, এই ডিজিটাল যুগে বিমান আবিষ্কার হচ্ছে, কম্পিউটার, মোবাইল, মাইক সহ যা কিছু আছে

সবই কুরআন থেকে গবেষণা করে আবিষ্কার হয়েছে এবং আগামীতে যা কিছু আবিষ্কার করা হবে নিয়ম কিন্তু একই থাকবে। সবাই বলেন আমীন।’

’সাবাজ আলী’র আপ করা ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট

এবি/টিআর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here