আলোকিত ডেক্স : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী দেশের দুই কোটি ২০ লাখ শিশুকে আজ শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে সারা দেশে শুরু হয় এ কার্যক্রম।

শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আগেই জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে। দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের ভরা পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। জোর করে বা কান্নারত অবস্থায় বা এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিশ্চিত করা হয়েছে জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একাধিকবার ল্যাব টেস্ট হয়েছে সরবরাহকৃত ভিটামিন ‘এ’।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here