প্রতিনিধি:

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সামনে আয়োজিত এ মানববন্ধনে সনাতনী নেতৃবৃন্দরা অংশে নেন।

মানববন্ধনে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আচার্য’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক রুবেল দেব, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল শীল, সাংস্কৃতিক সম্পাদক শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি মিহির বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, শুভাশীষ চৌধুরী, বিউটি চৌধুরী, উত্তম চৌধুরী, শ্রীবাস বিশ্বাস, বিষু ঘোষ, শ্যামল বিশ্বাস, প্রবাল শীল, দিপ্তী মল্লিক, রুমা নাথ, লক্ষী চক্রবর্তী, দুলাল বিশ্বাস, কাজল চক্রবর্তী, পিন্টু দে, প্রকাশ শীল, যীশু তালুকদার ও পংকজ বসু।

সনাতনীদের ওপর হামলা ও নির্যাতনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে সনাতনীদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এদেশের অতীত গৌরবময় ইতিহাসকে লুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। এর থেকে মুক্তির দিশা মিলবে ৭২’র সংবিধান পুন:প্রতিষ্ঠা করা গেলে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here