নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৬ জুলাই) রাত ১১ টার সময় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুকালে ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্বীপ এলাকার মৃত আলী আকবর মুন্সীর পুত্র।
প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে বোয়ালখালীতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজনুর রহমান, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস প্রমুখ।