স্কুলের পাশে সিগারেটের দোকান

অগ্রদূত দাশগুপ্ত:

স্কুলের পাশে সিগারেটের দোকান

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, তামাক ব্যবহারকারীদের অন্যান্যদের তুলনায় করোনায় আক্রান্ত হবার ঝুঁকি ১৪ গুণ বেশী।

চট্টগ্রাম জেলায় আনোয়ারা উপজেলা সহ বিভিন্ন উপজেলায়  শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা গেছে। যা জনকল্যাণে প্রণীত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এর ৫ ধারার সুস্পষ্ট লংঘন। উল্লেখ্য যে, উক্ত দোকানগুলো স্কুলের কাছাকাছি। প্রতিদিন ঐ দোকানগুলোর আশেপাশের এলাকা থেকে শত শত শিক্ষার্থীরা চলাচল করে। ফলে প্রায় অনেক শিক্ষার্থীর নজরও বিজ্ঞাপনের দিকে পড়ে। এতে করে কোমলমতি শিক্ষার্থী এবং অধূমপায়ী জনগণ তামাক সেবনে উদ্বুদ্ধ হতে পারে।

সংশপ্তক মনে করে দেশের নাগরিরদে সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্য ঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কথা বিবেচনা করে উক্ত বিজ্ঞাপন অপসারণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

সংশপ্তক চট্টগ্রাম জেলায় বিভিন্ন উপজেলায় জনসমক্ষে ও স্কুলের কাছাকাছি ১৫টি সিগারেটের দোকানের বিরুদ্ধে ডব্লিউবিবি ট্রাষ্টের সহযোগিতায় অনলাইন এর মাধ্যমে মামলা রুজ্জু করেছে। উক্ত কার্যক্রমে সার্বিক সহায়তা করেন এরিয়া ম্যানেজার রাজীব দাশ, রাশেদ জোহায়ের, আবদুল ওয়াহেদ, স্বরূপানন্দ চক্রবর্তী, প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here