নূর মিয়ার বাড়ি ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডে। খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।
নূর মিয়ার (ফারুক) কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নূর মিয়াকে ফোন করেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। এছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
সোহেল মনি নামের একজন জানান- আমরা ৩৬ জন মিলে বিগ টিকিট কিনেছিলাম। যেহেতু টিকিটটা একজনের নামে নিতে হয় তাই নূর মিয়া (ফারুক)’র নামে এ মাসে টিকিটটা কিনেছি। ৩৬জনের টাকা দিয়ে কিনেছিলাম এ টিকিট। গত ৪-৫বছর ধরে আমরা একেকবার একেকজনের নামে টিকিট কিনেছিলাম। এবার লটারি জিতে গেলাম। ভাগ্য কখন খুলে যায় বলা যায়না। আমরা সবাই আনন্দে উচ্ছ্বসিত।