শ্রীপুর বুড়া মসজিদের সিসি ক্যামেরা বন্ধ করে দানবাক্স চুরি হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) এশার নামাজ চলাকালীন এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করবেন বলে জানিয়েছেন মসজিদের সেক্রেটারি ও স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

তিনি বলেন, গত ১৭ নভেম্বর প্রশাসনের উপস্থিতিতে সর্বশেষ বাক্সগুলো খোলা হয়। যে বাক্সটি নিয়ে যাওয়া হয়েছে সেটিতে ৫০-৭০ হাজার টাকা পর্যন্ত প্রতিবারই জমা পড়ে। এবারও এর ব্যতিক্রম হবে না। এটি লৌহার তৈরি লাল বাক্স।

মসজিদের ওয়ারিশানদের অন্যতম মো. নুরুন্নবী চৌধুরী জানান, শুক্রবার এশার জামাতের ফরজ নামাজ তিন রাকাত শেষ হওয়ার পথে একটি সিএনজি এসে দাঁড়ায় মসজিদের মুল ফটকে। এক দেড় মিনিট পর এটি কানুগোপাড়ার দিকে চলে যেতে দেখে শ্রীপুর নুরুল্লাহ মুন্সীর হাটের ব্যবসায়ীর কয়েকজন। এ সড়কে অহরহ সিএনজি চলার কারণে কেউ বিষয়টি আঁচ করতে পারেননি। মুসল্লিরা নামাজ শেষে বের হয়ে দেখে মসজিদের গেইটে রাখা লাল দানবাক্সটি নেই। খোঁজ নিয়ে সিএনজির বিষয়টি জানা যায়। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এরপর সিসি ক্যামেরায় দেখতে গেলে দেখে এটিও সুইচ অফ দেখা যায় বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here