নিজস্ব প্রতিবেদক :
শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামে আন্তর্জাতিক মানের রোগ নিরূপণী কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ডা. এ এ গোলাম মর্তুজা হারুন আর নেই।
শুক্রবার (২৮ মে ২০২১) দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাংগনে তাঁর নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি করোনা পরবর্তী শারীরিক জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ ২৭ মে থেকে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
শেভরনের জেনারেল ম্যানেজার পুলক পাড়িয়াল জানান, গত ১২ মে ডা. গোলাম মর্তুজা হারুনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। গত ২২ মে তিনি কোভিড নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তার ফুসফুসের সংক্রমণ আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।
May be an image of 1 personশেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন জানান, ডা. মর্তুজা হারুন দীর্ঘদিন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক মানের শেভরন ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা তিনি। রোগ নির্ণয়ে আধুনিক এই ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। চট্টগ্রামে প্রথম বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষাগার প্রতিষ্ঠা হয়েছে তাঁর হাত ধরে। যেখানে প্রবাসী বিমানযাত্রীরা কম সময়ে সনদ নেয়ার সুযোগ পাওয়ায় অনেকের দুর্ভোগ লাঘব হয়েছে।

তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রাম ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রামের সাবেক সভাপতি ছিলেন, নগর বিএনপির উপদেষ্টা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে জেনারেল হেলথ কেয়ার ফর রুরাল স্টুডেন্ট এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ডা. আশীষ কুমার চৌধুরী গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জ্ঞাপন করেছেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here