লাগি গেইয়ে, লাগি গেইয়ে, লাগি গেইয়ে রে..
চাটগাঁবাসির রক্তে আগুন লাগি গেইয়ে রে…
জমি গেইয়ি আন্দোলন, জমি গেইয়ি রে
সিআরবি রক্ষা আন্দোলন জমি গেইয়ি রে।।
এক টঁশার হতা তোঁয়ারা উইন্নোনিও ভাই
শতবর্ষী গাছ হাডিবু,
মেডিকেল বানাইবেল্লাই তারা
সিআরবি পাইলদি টুঁয়াই-(২)
চোখে অন্যমিক্কা নদেহেনা রে…।।
বীরচট্টলা মাটি মাইন্সে এক্কোত্তর অইয়ে
সিআরবি বাঁচাইবেল্লাই শপথ লইয়ে
তারা রাজপথ বাঁচি লইয়ে-(২)
মরণের ডর নগরে রে….।।
সূর্যসেন, প্রীতিলতার রক্ত
তারার গাত্ একচুলও ন-লড়িবু
গইল্লেও আঘাত ন-মানিবু হনো অজুহাত -(২)
পিচপা তারা অইতোনু রে…..।।