করোনাভাইরাসের কারণে দেশ লকডাউন (অবরুদ্ধ)। কেউ বের হতে পারছেন না। নিম্নআয়ের মানুষ কাজ করতে পারছেন না, যারা দিনে এনে দিনে খায়। ফলে খাদ্য সংকটে অনেক মানুষ। এমন একটি পরিবারে খাদ্য সংকট দেখা দেয়ায় পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন এক মা।

রোববার (১২ এপ্রিল) এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ভাদোলি জেলায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গঙ্গায় শিশুদের তল্লাশি শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ওই মাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ।

তবে স্থানীয়দের বক্তব্য হলো- ওই নারী একজন দিনমজুর। লকডাউনের ফলে তার উপার্জন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তার ঘটে যে খাবার ও টাকা ছিল তা শেষ শেষ হয়ে যায়। ফলে সন্তানদের নিয়ে অনাহারে দিন কাটছিল তার। তাই ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে গঙ্গা নদীতে ফেলে দেন তিনি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২০৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩৩১ জন। সুস্থ হয়েছেন ১০৮০ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here