১৯৯১ সাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহল্লা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাব উদ্দীন খালেদ (রহ.) এর উদ্যেগে ১২ রবিউল আউয়াল পবিত্র জসনে জুলুশ শুরু হয়ে সে ধারাবাহিকতায় এবারো রাজধানীতে আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)’র ছদারতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
এ সময় মিরপুরের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু (এম,পি),যৌথ বাহিনীর সাবেক প্রধান জেনারেল মাসুদ উদ্দিন,সাবেক সাংসদ সাফিয়া খাতুন (এম,পি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সারা দেশ থেকে আগত আহলা দরবার শরীফের ভক্ত আশেকগণ,আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা, থানা, পৌরসভা,ইউনিয়ন,ইউনিট কমিটির সভাপতি/সম্পাদক সহ সর্বস্তরের আশেকে রাসূল (দঃ) গণ উপস্থিত ছিলেন।
জুলুসটি মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রহঃ) র মাজার শরীফ থেকে বের হয়ে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিরপুর খানকাহ শরীফে এসে শেষ হয়।
এরপর জোহরের নামাজ আদায় শেষে মিরপুর মাজার শরীফস্থ মসজিদে জশনে জুলুসে এবং ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) মাহফিল উদযাপনের পক্ষে কোরআন হাদীসের আলোকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে ত্বকরীর করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মাঃজিঃআঃ)।
উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ত্বকরীর করেন।এরপর মিলাদ-কিয়াম, আখেরী মোনাজাত এবং তবররুক বিতরণের মাধ্যমে মিলাদুন্নবী শেষ হয়।