চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর ইউনিয়নে হাড়পাড়া গ্রামে আলী আযম (৭৬) নামে এক ‘মুক্তিযোদ্ধাকে’ জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নে হাড়পাড়া গ্রামের হাড়পাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে তার লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিগত দুই বছর ধরে ওই এলাকায় একটি স্টেশনারি দোকান পরিচালনা করত।
মুক্তিযোদ্ধা আলী আযমের বাড়ি হাটহাজারী উপজেলার বড়দুয়ারা গ্রামে।
প্রতিবেশী নেজাম উদ্দীন জানান, তার সাথে সকাল সাড়ে ৮টার দিকে দোকানের পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করেছিল। কিন্তু সকালে এ খবর শুনে তিনি হতবাক হয়ে যান।
রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে।