নিজস্ব প্রতিবেদক : আওলাদে রাসুল (সা.) আল্লামা তাহের শাহ্ (মা.) বলেছেন, রসুলে করীম (সা.) এর শুভাগমনে যারা খুশি উদযাপন করবে, তারা আল্লাহর দরবারে বিনিময়ে দুনিয়া ও আখিরাতের দু’জাহানের কামিয়াবি নছিব হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখা আয়োজিত ইয়া রাসুলাল্লাহ কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে হুজুর সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) যে জুলুছ প্রতিষ্ঠা করেছেন তা সর্ব বৃহৎ জুলুছ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা চট্টগ্রামের জন্য একটি সৌভাগ্যের বিষয়। আমাদের সিলসিলার মাশায়েখে কেরাম বাংলাদেশকে দ্বীন ও সিলসিলার প্রচার প্রসারে বেচে নিয়েছেন, তারই ফলশ্রুতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীন সিলসিলার কার্যক্রমকে প্রসারিত করেছেন।

কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (সা.) শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.), আওলাদে রাসুল (সা.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.)।

গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সীর সভাপতিত্বে এরশাদ খতিবী ও মাওলানা ফখরুদ্দিনের সঞ্চালনায় মঙ্গলবার বাদে আসর এ মাহফিলে অতিথি ছিলেন, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসীন, সেক্রেটারী আনোয়ার হোসেন, জয়েন সেক্রেটারী সিরাজুল হক, এডিশনাল সেক্রেটারী মুহাম্মদ শামসুদ্দিন, প্রফেসর শামসুর রহমান, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান ম হামিদ, মহাসচিব, শাহজাদ ইবনে দিদার, জয়েন সেক্রেটারী মাহবুব খান, যুগ্ম মহা সচিব এড. মুছাহেব উদ্দীন বখতেয়ার, মাহবুব ইলাহী সিকদার, আবদুস ছাত্তার চৌধুরী, মো. শফিক, কমরুদ্দিন ছবুর, সৈয়দ জালাল উদ্দিন আজাহারী, কাজী ওবাইদুল হক হক্কানী, নেজবাত আলী বাবুল, হাবিবুল্লাহ মাষ্ঠার, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, শেখ সালাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, হামিদুল হক মান্নান, অধ্যক্ষ শোয়াইব রেজা, রেজাউল করিম বাবুল, বোরহান উদ্দিন এমরান, ইঞ্জিনিয়ার ফরিদ, সিরাজদৌল্লা খতিবী, জয়নাল আবেদীন আলকাদেরী, জাহেদুল হক আলকাদেরী, মহিউদ্দিন আল কাদেরী, আবুল মনসুর দৌলতী, এসএম মমতাজুল ইসলাম, এসএম ফজলুল কবীর, আহমদ নবী সওদাগর, আবু ছালেহ মোহাম্মদ সাইফুল্লাহ হক, জাহাঙ্গীর আলম, আলম খান, ইব্রাহীম সওদাগর, নজরুল ইসলাম, ঈসমাইল সিকদার।

এছাড়া সুলতান মোস্তফা কমপ্লেক্সে মহিলাদের সিলসিলাহ-এ-আলীয়া কাদেরীয়া ত্বরীকায় দীক্ষিত করেন আল্লামা তাহের শাহ্ (মা.)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here