নিজস্ব প্রতিবেদক : আষাঢ়ের শেষ সময়ে ভারী বর্ষণে বোয়ালখালী উপজেলায় ৮ কোটি ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে উপজেলা প্রকৌশল বিভাগ।
জুলাই মাসের বন্যায় ও ভারী বর্ষনে এলজিইডির আওতাধীন ক্ষতিগ্রস্ত ব্রীজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার প্রায় ২৩টি সড়কের ৩৫ কিলোমিটার গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬কোটি ৫০লাখ টাকার। এছাড়া ১৪টি সেতু-কালভার্টের ৩৫ মিটার ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমান প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ।
উপজেলা প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার বলেন, ভারী বর্ষণে গ্রামীণ সড়ক ও কালভার্টের ৮ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়েছে । এসব ক্ষতিগ্রস্ত ব্রীজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাজ করা হবে।