নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার ৬৪টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জলাশয়ে ২৩৮ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অধিদফতর।
মৎস্য দপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মিঠা পানির এসব পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের মাঝে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সহকারি মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া।