নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে পৃথক অভিযানে ১৬০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পশ্চিম শাকপুরা এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত বিল এলাকায় অভিযান চালিয়ে সুধীর দের ছেলে কাজল দে (৩৪) ও কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার শামসুল আলমের ছেলে সাবের আহমেদকে (৫০) মদ পাচারের সময় করা হয়। তাদের কাছ থেকে ১৬০ লিটার পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে পশ্চিম শাকপুরার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আহমদ সৈয়দের ছেলে নুরুল আমিনকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।