নিজস্ব প্রতিবেদক : অভিভাবকরা এখন অনেক সচেতন সন্তানের শিক্ষা অর্জনের ব্যাপারে। বোয়ালখালীতে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে এ নূর ব্লসম স্কুল।
রবিবার দুপুরে সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলের পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন এ কথা বলেন।
এসময় তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুনগত মানসম্পন্ন শিক্ষা বিস্তারে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসতে হবে।
প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, তৈয়্যবিয়া কমপ্লেক্সের সম্পাদক হাজী শেখ মো. সালাউদ্দিন, সমাজসেবক আবদুল ছোবহান, জানে আলম, ইউপি সদস্য নুরুল আবছার, ফরিদ উদ্দিন, শিক্ষক সুদিপ বড়ুয়া, মনজুর মোরশেদ, মো. মহিউদ্দিন, মো. নুরুল কবির, সজল দাশ, জাবেদ হোসেন টিপু, ইমরান হোসেন প্রমুখ।