আলোকিত ডেস্ক : বোয়ালখালীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংসদের উপদেষ্টা স.ম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আবুল মনসুর দৌলতী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার মোঃ নাজিম উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের, মুহাম্মদ আকতার হোসেন তালুকদার, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বোয়ালখালী জোনের পরিচালক মুহাম্মদ মামুন উদ্দিন মেম্বার, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মুহাম্মদ ওসমান গনি, আবদুল্লাহ আল মামুন, মো. আবু সৈয়দ, মো.মোবারক হোসেন, মো.মুজিবুর রহমান ও মো.ইসহাক।
অনুষ্ঠানে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৮ এর সনদ ও পুরুস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মধ্যে।