নিজস্ব প্রতিবেদক :
‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার(ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কীরিটি রঞ্জন বড়ুয়া।