নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে চালকের তত্ত্বাবধানে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন অটোরিকশা মালিক।

গত ১৯ মে মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালখালী পৌর সদরের ৪নং ওয়ার্ডের পালপাড়ার ভাড়া বাসার উঠোন থেকে অটোরিকশাটি চুরি হয়েছে বলে দাবি করছেন চালক মো.সাইফু (৩৮)।

তবে এ চুরির ঘটনায় চালকের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন গাড়ীটির মালিক সঞ্জীব ধর। এ ব্যাপারে পূর্ব গোমদণ্ডী কুমার পাড়ার মৃত আবদু শুক্কুরের ছেলে চালক মো. সাইফুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

৪ নং ওয়ার্ডের বণিক পাড়ার বাসিন্দা অটোরিকশা মালিক সঞ্জীব ধর বলেন, অটোরিকশা (চট্টগ্রাম থ ১৩-৯৫১৬) গত তিনমাস ধরে সাইফু ভাড়ায় চালিয়ে আসছে। অটোরিকশাটি আমার বাড়ীর নির্দিষ্ট গ্যারেজে রাখার কথা বলা হলেও চালক তা না করে নিজ দায়িত্বে রাখে। এ অবস্থায় গাড়ীটি তার কাছ থেকে নিয়ে নিতে চাইলে সে নানান অজুহাত দেখিয়ে যাচ্ছিলো। গত বুধবার ভোরে মুঠো ফোনে সে জানায় গাড়ীটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ীটি উদ্ধার করা যায়নি।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমিন জানান, অটোরিকশা চুরির অভিযোগ পেয়েছি। গাড়ীটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here