নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী পৌরসদরে দুইশতাধিক পরিবারের চলাচলের পথ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৩০ অগাস্ট) বিকেলে পৌর সদরের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন করেন পুরাতন হাবিলদার বাড়ির জনসাধারণ। এতে চলাচলের জায়গা দখলের প্রতিবাদে এলাকার নারী-পুরুষসহ শিশুরাও অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিদারুল আলম ফজু, মাহবুব আলম, জসিম উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা অভিযোগ করে বলেন, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন হাবিলদার বাড়ির জনসাধারণের ব্যক্তি মালিকানাধীন চলাচলের জায়গা জোর পূর্বক দখলের পাঁয়তারা করছেন। ৩শত বছরের পুরোনো এ সড়ক দখল হয়ে গেলে এলাকার দুইশতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়বে।

চলাচলের জায়গা দখলে নিতে ইতিমধ্যে একটি ঝুপড়ি দোকান ভাঙচুর করেছে প্রধান শিক্ষকের লোকজন। এ ব্যাপারে সহকারী কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান বক্তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here