নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে সবধরনের দোকান বন্ধ রাখার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সকল ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবসময়ের জন্য বন্ধ থাকবে।

এতে বলা হয়, শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবারের দোকান এবং মুদি দোকান বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকাল ৫ টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবেনা।

এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী অফিসার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here