নিজস্ব প্রতিবেদক : জেলার বোয়ালখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।