নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নদীর স্রোতে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে বোয়ালখালী থানা পুলিশ কর্ণফুলী নদীর তীরবর্তী উপজেলার চরখিজিরপুর এলাকার একটি খালের মোহনা থেকে এ লাশ উদ্ধার করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধারে কাজ করছে পুলিশ। লাশটি পচেগলে বিকৃত হয়ে গেছে। লাশটি কোনো পুরুষের, বয়স অনুমান ৩৮-৪০ হতে পারে। লাশটি সম্ভবত জোয়ারের পানিতে ভেসে এসেছে।

লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here