অনলাইন ডেস্ক : বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে ত্রিদেশীয় সিরিজে ডাবলিনের ম্যালাহাইড স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড। কিন্তু এই ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা।
ত্রিদেশীয় সিরিজের আগের ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বৃহস্পতিবার (০৯ মে)। তবে স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বাগড়া দিতে পারে বৃষ্টি। এর আগে বুধবার (০৮ মে) বৃষ্টি বাধায় অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যালাহাইডে সকাল ১০টার দিকে আকাশ কিছুটা মেঘাছন্ন থাকলেও ১১ টার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। যদিও দুপুর ১২টার দিকে মেঘ কেটে গেলেও আবারও ১টা এবং ২টার দিকে টানা বর্ষণ হতে পারে।
সেক্ষেত্রে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে হয়তো ম্যাচের ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারেন আম্পায়াররা। বৃষ্টি ও কনকনে ঠান্ডা সব মিলিয়ে আয়ারল্যান্ডের আবহাওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে উঠবে স্বাভাবিকভাবেই।