নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শোকর‌্যালি বের করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এ র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মইন উদ্দিন খান বাদল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক, পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও জাসদ নেতৃবৃন্দ।

এছাড়া অংশগ্রহণ করেন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

র‌্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বােয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোকর‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

বোয়ালখালী পৌরসভার উদ‌্যােগে এক শোকর‌্যালি বের করা হয়। এতে পৌর মেয়র হাজী আবুল কালাম আবুর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here