নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে এক কৃষকের মহিষ চুরি করে নিয়ে গেছে চোরের দল। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উজির আলী বাড়ির নুরুল কবিরের পালিত মহিষ চোরের দল রবিবার ভোর রাতে নিয়ে যায়।
নুরুল কবির জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে রাখা মহিষটি রবিবার ভোর রাতে চুরি হয়েছে। চুরি যাওয়া মহিষের বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা হবে।
মহিষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা ।