চট্টগ্রামের বোয়ালখালীতে ৭টি মামলায় ২৪ হাজার ৩শ টাকা জরিমানা ও এক হোটেল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ ডিসেম্বর ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি জানান, উপজেলার কানুনগোপাড়া, জোটপুকুর পাড় ও পৌর সদরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় চার ব্যাবসায়ীকে ৯৩০০ টাকা, ত্রিপল ব্যবহার না করে খোলা ট্রাকে বালি পরিবহন করায় ২ ট্রাকচালককে ১০ হাজার টাকা এবং যত্রতত্র নোংরা পরিবেশে খাবার তৈরি করায় এক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সতর্ক করার পরও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় পৌর সদরের বিসমিল্লাহ হোটেলকে সিলগালা করা হয়েছে।
নির্বাহী অফিসার মো মামুন বলেন স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯, সড়ক পরিবহন আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ট্রাক ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭টি মামলায় ২৪ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বালি বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার এবং ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।