কালবেলা’র সৌজন্যে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ও বিগত সরকারের মন্ত্রী, হেভিওয়েট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা, গত কয়েক সংসদের টানা সংসদ সদস্য হয়েছেন—এমন অনেক নক্ষত্রের পতন হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গিয়ে খুইয়েছেন সংসদ সদস্য পদ। এই তালিকায় ক্ষমতাসীন ও বিরোধী দল ছাড়াও অন্যান্য দলের প্রধান কর্তাব্যক্তিরাও রয়েছেন।

গতকাল রোববার জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেছেন—

এমন তালিকায় রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, যোগাযোগসহ কয়েক মন্ত্রণালয়ের কয়েকবারের মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, কণ্ঠশিল্পী মমতাজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খানসহ বেশ কয়েক নক্ষত্রের পতন হয়েছে।

জানা গেছে, দিনাজপুর-১-এর চারবারের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, রংপুর-১ জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির আলোচিত সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, নওগাঁ-৪ আসনে সাবেক মন্ত্রী, কয়েকবারের এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ঝিনাইদহ-২-এ তিনবারের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য, আলোচিত সংসদ সদস্য যশোর-৬ আসনের শাহিন চাকলাদার, বরগুনা-১ আসনে পাঁচবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু, টাঙ্গাইল-৩ আসনে কামরুল হাসান খান, টাঙ্গাইল-৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, শেরপুর-১ আসনে সংসদের হুইপ আতিউর রহমান আতিক, নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিল, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা-১৯ আসনে এনামুর রহমান, গাজীপুর-৫ আসনে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ফরিদপুর-৪ আসনে কাজী জাফরউল্লাহ, মাদারীপুর-৩ আসনে আব্দুস সোবহান গোলাপ, হবিগঞ্জ-৪ মাহবুব আলী ও কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল নানা কারণে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয় বরণ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here