মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
জামাল নজরুল রিচার্স সেন্টারের পরিচালক অঞ্জন কুমার চৌধুরী বাংলানিউজকে সুরাইয়া ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকায় জামাল নজরুল ইসলামের এক মেয়ের বাসায় থাকতেন সুরাইয়া ইসলাম। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিকে মরহুমার আত্মার মাগেফরাত কামনা করে পাক্ষিক আলোকিত বোয়ালখালী, রমেশ বিনয় শেফালী চর্চা কেন্দ্র, সন্দীপনা কেন্দ্রিয় সংসদ বাংলাদেশ ও লেখক সাহিত্যিক গবেষক পরিষদ চট্টগ্রাম প্রমুখ সংগঠনের পক্ষ হতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়েছেন।