আবো ডেস্ক :

২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রামের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান। সব মিলিয়ে জাতীয় পর্যায়ে সারাদেশে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা এ সম্মান পাচ্ছেন।

ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরমধ্যে ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রামের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, কোম্পানি পর্যায়ে প্রকৌশল ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে দেশের শীর্ষ লৌহজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের সদরঘাটের বিএসআরএম। প্রতিষ্ঠানটি বৃহৎ করদাতা ইউনিটের অধীনে কর দেয়।

জ্বালানি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তৈরি পোশাক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সিইপিজেডের ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। প্রতিষ্ঠান তিনটি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর দেয়।

এছাড়া অন্যান্য করদাতা শ্রেণিতে ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সার্সন রোডের এসএন করপোরেশন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে কর দেয়। এছাড়া বিশেষ শ্রেণির তরুণ ক্যাটাগরিতে এবার ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা আসিফ ইকবাল মাহমুদ। আয়ের উৎস বা পেশা শ্রেণির নতুন করদাতা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন নাজমা আক্তার। তিনিও চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here