কভিড-১৯ নামের ভাইরাস করােনা সৃষ্ট বৈশ্বিক মহামারীর দিনে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিষ্ঠা ফাউন্ডেশনের একদল সেচ্ছাসেবক করােনায় আক্রান্ত লাশ দাফন-কাপন ও জরুরি অক্সিজেন সেবা সহ নানা সেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে। দূর্দিনে তাদের এই মানবসেবার প্রশংসা করছে উপকারভােগীরা সহ মানবতা প্রেমিকরা। এদিকে মানবতার সেবায় এগিয়ে আসায় খুশি হয়ে নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্য পিপিই সহ সুরক্ষা সামগ্রী প্রদান করলেন বােয়ালখালী থানার অন্তর্গত কধুরখীল গ্রামে অবস্হিত “চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (ম.)।

২৩/০৬/২০ মঙ্গলবার,নগরীর রেলস্টেশন সংলগ্ন মােটেল সৈকত প্রাঙ্গনে চট্টগ্রাম দরবার শরীফ এর সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (ম.) করােনাক্রান্ত রােগীদের সেবা ও কাফন-দাফনে নিয়ােজিত নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্য উন্নত মানের পিপিই, মাস্ক ও হ্যান্ড গ্লাভস তুলে দিলেন ফাউন্ডেশনের দায়িত্বশীলদের হাতে। এসময় উপস্থিত হয়ে, নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে সুরক্ষা সামগ্রী সমূহ গ্রহণ করেন স্বেচ্ছাসেবক টিমের কো-অর্ডিনেটর জনাব সাঈদুল আলম, স্বেচ্ছাসেবক প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল করিম, সহ-প্রধান জনাব কাইসার শাহ , ফখরুল সাজ্জাদ, হাফেজ করিম, সাব্বির উদ্দিন তানভীর, কাউসার, আল আমিন (রবিন) হাসান মুরাদ, জুয়েল, রিদোয়ান, আরিফ সালমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here