নগরের তিন ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ৩৬৯টি নুমনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫১২ জন।

গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

বিআইটিআইডিতে ২৩১টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছ। এর মধ্যে মহানগরসহ চট্টগ্রামের ৩৮ জন রয়েছেন। সিভাসুতে ৪৬টি নমুনা পরীক্ষা করে ২০ জনের পজেটিভ এসেছে। যার ১২ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রাম জেলার ২টি নমুনা পরীক্ষা করা হয়। দুটির ফলাফলই নেগেটিভ এসেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here