কক্সবাজারে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম করে ঋণ এর কিস্তি সংগ্রহের দায়ে এক এনজিও কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২ টার দিকে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এনজিও সংস্থা বাস্তব এর এই কর্মকর্তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহাজান আলী বলেন, এই ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সকল এনজিওদের নির্দেশ প্রদান করা হয়েছে তিনদিন আগে। করোনা ভাইরাসের কারণে সবাইকে নিজ ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। একই সাথে এনজিওদের সকল কিস্তি আদায়ও বন্ধের নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা না মানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার প্রদত্ত এই নির্দেশনা মেনে চলার অনুরোধও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here