আলোকিত প্রতিবেদক: চট্টগ্রামে নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে প্রথমবারের মত কোন রোগীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আক্রান্ত ওই রোগী পুরুষ। বয়স ৬৭ বছর। তার বিদেশ থেকে আসা বা বিদেশী কারো সংস্পর্শে এসেছিলেন কিনা এই প্রশ্নে তিনি বলেন, রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।
তবে অন্য একটি সূত্র আক্রান্ত রোগীর বাসা চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকায়।