নগর প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে অমর একুশে বইমেলা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ২৩ দিনব্যাপী এই মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।

গতকাল রোববার নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বইমেলা শুরুর ঘোষণা দেন। তবে বইমেলার স্থান এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য স্থান হিসেবে সিআরবির শিরীষতলা এবং বিকল্প হিসেবে ভেঙে ফেলা শিশুপার্ক প্রস্তাব করা হয়েছে। অন্যান্য বছর এই মেলা স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো।

প্রস্তুতি সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, অমর একুশে বইমেলা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য স্থান সুনির্দিষ্ট করা জরুরি। সিআরবির শিরীষতলা স্থায়ীভাবে থাকবে। যদি বইমেলা শিরীষতলায় করা যায়, তাহলে স্থায়ীভাবে প্রতিবছর মেলা ওখানে করার সুযোগ তৈরি হবে।

সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, অধ্যাপক মোহীত উল আলম, লেখক বিশ্বজিৎ চৌধুরী ও ওমর কায়সার, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, প্রকাশক মহিউদ্দিন শাহ আলম, জামাল উদ্দিন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান, সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।

প্রস্তুতি সভায় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর, লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here