চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর গ্রামে হযরত মোজাহেরুল হক শাহ্ (কঃ) প্রকাশ মজু ভাণ্ডারের বার্ষিক খোশরেজ শরীফ আগামী রবিবার (১ জানুয়ারি) দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আওলাদে পাকের পক্ষে মরহুম শেখ মোহাম্মদ আমিনুর রহমান।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সকালে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, রাতে ছেমা মাহফিল, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হবে।