কালুরঘাট ব্রিজ সংস্কার কাজের তারিখ পরিবর্তন করেছে রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সংস্কার কাজ চলবে।

এর আগে রেলওয়ে পূর্বাঞ্চল ২৩ জুলাই থেকে সংস্কার কাজ শুরুর ঘোষণা দেয়। তারিখ পরিবর্তন করায় দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ‘কন্ট্রোল থেকে প্রথমে ২৩ জুলাই থেকে ১০ দিন সংস্কার কাজ শুরু হওয়ার কথা জানানো হলেও পরে তা ১৩ জুলাই থেকে শুরু করার কথা জানানো হয়েছে।

ঘোষণায় ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন বলেন, প্রথমে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সংস্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু কোরবানি ঈদের কথা মাথায় রেখে ২৩ জুলাইয়ের ভেতর কাজ শেষ করতে চাই।

‘কারণ ঈদে যান চলাচল বেশি হয়, তাই মানুষের দুর্ভোগ লাঘবে ১৩ জুলাই থেকে মেরামতের কাজ শুরু হবে। শেষ হবে ২৩ জুলাই।’

১৩ জুলাই থেকে ২৩ জুলাই ১০দিন কালুরঘাট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here