আলোকিত ডেস্ক : বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ঠাকুরবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বার্ষিক প্রতিবেদন, হিসাব-নিকাশ, নিরীক্ষা রিপোর্ট ও খসড়া বাজেট পেশসহ ঠাকুরবাড়ীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিষয়ে গুরুত্বারোপ করেন পরিষদের সাধারণ সম্পাদক রাজেন্দ্র প্রসাদ চৌধুরী।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন, বোয়ালখালী পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ ও পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী।
ঠাকুরবাড়ীর পরিচালনা পরিষদের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশু রঞ্জন চৌধুরী, কিরণ কুমার ভঞ্জ, বরুণ ভট্টাচার্য্য, প্রদীপ মল্লিক, জ্যোর্তিম্ময় চৌধুরী, রনজিত কুমার শীল, তুষার নন্দী ফুলু, পলাশ গাঙ্গুলী, অশোক ধর, জগদীশ চৌধুরী, লিটন ঘোষ, বিমান দাশ গুপ্ত, পঙ্কজ চক্রবর্তী, চিত্ত রঞ্জন শীল, বিমল ভট্টাচার্য্য, মৃত্যুঞ্জয় দাশ, সমীর নাথ, সজল নাথ, অধ্যাপক মদন চন্দ্র দে, খোকন মহাজন, স্বপন শীল প্রমুখ।