নিজস্ব প্রতিবেদক :

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অনলাইনে নিবন্ধন শেষে টিকা কার্ড ও এসএমএস দেখিয়ে মিলছে টিকা।

মঙ্গলবার (৩ আগস্ট) বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাসপাতালের সামনে শত শত আগ্রহী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে পুরুষ ও মহিলা আলাদা বুথে সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করা হচ্ছে। কোভিশিল্ডের ১৩ হাজার ৩শত ৮৪ প্রথম ডোজ ও ১১হাজার ১শত ৬৮ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এবং সিনোফার্মার ১৫ হাজার ৬শত ৮০ টির মধ্যে ১৫ হাজার ৮২ টি টিকা প্রদান করা হয়েছে। যা আজকে শুধু ২ হাজার ৯শত ১৪টি টিকা দেওয়া হয়েছে।

টিকা নিতে আসা মানুষেরা জানান, দীর্ঘ সময় অপেক্ষায় থাকার কারণে কিছুটা কষ্ট হলেও টিকা নিতে পেরে সন্তুষ্ট সবাই। তারা মনে করেন, করোনা প্রতিরোধক টিকা নেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।

মেডিকেল টেকনোলজি (ইপিআই) এস, এম জিহাদ বাবলু বলেন, সরকার বয়স সীমা ২৫ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

টিকা নিতে আগ্রহী মানুষের ভিড় বাড়ছে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ হাসপাতালে মানুষের চাপ অনেক বেশি ছিল। কিন্তু এরপরও মানুষ এসেছেন।

নিবন্ধন করে টিকা দেওয়া হয়েছে। এখান থেকে কাউকে ফেরত যেতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় ডোজ টিকা না যারা পাইনি আগামী সপ্তাহে তাদের টিকা নিতে পারবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here