কক্সবাজার শহরতলির ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন
কক্সবাজার শহরতলির ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন  © সংগৃহীত

বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে এখন ট্রেনে করেই যাওয়া যাবে। শনিবার (১১ নভেম্বর) স্টেশনসহ নবনির্মিত রেলপথের উদ্বোধনের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটকদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। রেললাইনের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে নিরাপদ ও দ্রুত সময়ে কক্সবাজারে পৌঁছে যাবেন পর্যটকেরা। ভাড়াও থাকবে সহনীয় পর্যায়ে।

এ রেলসংযোগ সমুদ্র নগরীর যোগাযোগ, পর্যটন এবং কৃষি ও মৎস্য খাতে নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করছেন কক্সবাজারের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রেলওয়ের। এতে অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে নতুন রেলপথটি।

দোহাজারী-কক্সবাজার ১০২ কিলোমিটার দীর্ঘ এই সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথসহ কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন করতে আজ শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রেললাইনসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মহেশখালীর মাতারবাড়িতে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

কক্সবাজার শহর থেকে তিন কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ২১৫ কোটি টাকা ব্যয়ে ২৯ একর জমির ওপর নির্মিত হচ্ছে আইকনিক রেলওয়ে স্টেশনটি। যাতে থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ঝিনুকের আদলে তৈরি দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর এই স্টেশন ভবনটির আয়তন এক লাখ ৮২ হাজার বর্গফুট। ছয় তলা বিশিষ্ট ভবনটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কাজ শেষের পর থেকে আইকনিক রেলওয়ে স্টেশনটি দেখতে প্রতিদিন ভিড় করছে অসংখ্যক মানুষ। এই স্টেশনেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

নতুন রেলপথে বাণিজ্যিক ভিত্তিতে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। অবশ্য ভাড়া চূড়ান্ত করা হয়েছে। আর রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। শুরুতে অবশ্য ট্রেন চলবে ৬০ কিলোমিটার গতিতে। চট্টগ্রাম থেকে আড়াই থেকে তিন ঘণ্টা লাগবে। আর ঢাকা থেকে যাতায়াতে লাগবে ৮ থেকে সাড়ে ৮ ঘণ্টা।

এ পথে যত ভাড়া

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করবেন আগামী ১১ নভেম্বর। ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য ভাড়াও প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, শুরুতে একটি ট্রেন চললেও পরে বাড়ানো হবে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৫৫১ কিলোমিটার। নন-এসি বা শোভন চেয়ার ৫১৫ ও এসি ৯৮৪ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। ১৫ শতাংশ ভ্যাটসহ এসি সিটে ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। আর এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও বার্থে ভাড়া হবে ২ হাজার ৩৬ টাকা।

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হলে প্রতিমাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আয়ের আশা সংশ্লিষ্টদের। সূত্র জানায়, একটি ট্রেন ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করবে। বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে বিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। পরে কক্সবাজার থেকে দুপুর ১টায় যাত্রা শুরু করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকবে মঙ্গলবার। এ রুটের ট্রেনের জন্য কয়েকটি নাম প্রস্তাব করেছে রেলওয়ে। এগুলোর মধ্যে রয়েছে- প্রবাল, হিমছড়ি, ইনানী, এক্সপ্রেস ও সেন্টমার্টিন এক্সপ্রেস। এর থেকে একটি বাছাই বা অন্য নাম দিতে পারেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে যাত্রার সময় আসন থাকবে ৭৯৭টি। ফিরতি পথে থাকবে ৭৩৭টি।

ট্রেনের সময়সূচী ও চলাচল শুরু
ভাড়া নির্ধারণ হলেও এখনও ঠিক হয়নি এ পথের ট্রেনের সময়সূচি। এই পথে বাণিজ্যিক ট্রেন চলাচল আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা হয়েছে। ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজারে পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে। একইভাবে কক্সবাজার থেকে ছাড়বে বেলা ১টায়, আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়বে।

রেলপথ নির্মাণ প্রকল্পটির শুরু থেকে শেষ
দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালে ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। মেগা প্রকল্প হিসেবে ২০১১ সালের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে টেন্ডার হলে দোহাজারি-চকরিয়া এবং চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এই দুই লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা কনসট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়। কার্যাদেশ দেওয়ার পর ২০১৮ সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়। সেই হিসেবে আজ পর্যন্ত অনুমোদানের ১৩ বছর ৪ মাস ৪ দিন পর প্রকল্পটির উদ্বোধন হচ্ছে। এই ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এর অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।

আরও যেসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আজ যেসব প্রকল্পের উদ্বোধন করব্নে তার মধ্যে রয়েছে ৯টি মেগা প্রকল্পসহ ১৪টি প্রকল্প। উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন, মাতারবাড়ির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল, বাঁকখালী নদীর ওপর নির্মিত খুরুশকুল সেতু, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রীডে সংযুক্তকরণ, উখিয়ার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উখিয়ার রত্না পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, রামুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চকরিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, কুতুবদিয়া ঠান্ডা চৌকিদার পাড়া আরসিসি গার্ডার ব্রিজ, মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুরের জনতাবাজার সড়ক, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প, ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালীর ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভবন।

আরও যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে- মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের ১ম টার্মিনাল, রামুর জোয়ারিয়ানালার নন্দাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, জেলা প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ প্রকল্প ও টেকনাফের মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here