কোভিড-১৯ এ করোনা ভাইরাস নিয়ে বিশ্বময় এক বিপদজনক পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়ার মানুষের দুর্ভোগে এগিয়ে আসেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা)।
মূলত, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে মার্চ মাসের শেষের দিকে দেশ-বিদেশে আহলা দরবার শরীফের ভক্ত-আশেকগণ মোনাজেরে আহলে সুন্নত হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী (রহঃ)’র ৯ম বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি প্রায়ই সম্পন্ন হয়েছিলো কারন সপ্তাহ খানেক পর মহান ২২ চৈত্র, ঠিক সেই সময় মহামারী করোণা ভাইরাস আমাদের দেশে বিস্তার করা শুরু করলো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সরকার পুরো দেশে লকডাউন ঘোষণা করার পর দেশের নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়।
ঠিক সেই সময় আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)’র যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।
মহান ২২ চৈত্র ০৫ এপ্রিল হযরত সেহাব বাবা (রহঃ)’র ওরশ শরীফের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করে সারা দেশে আঞ্জুমানের সকল শাখা কমিটিকে নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ প্রদান করেন।
মূলত ০৫ এপ্রিল আহলা দরবার শরীফ থেকে শুরু করে সারা দেশে এই পর্যন্ত দফায় দফায় ৫ম বারের মত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাস জুড়ে ইফতার মাহফিলের জমায়েত বন্ধ করে অসহায় মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
বিগত ০৩ মাস ধরে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’র খাদ্য-সামগ্রী/শুকনা ইফতার সামগ্রী/রান্না করা ইফতার/রান্না করা তবররুক/নগদ অর্থ বিতরন কর্মসূচীতে দেশ-বিদেশের যে সকল পীর ভাই-বোনেরা কর্মসূচী পরিচালনা করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
★আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’র সকল জেলা/উপজেলা/পৌরসভা/ইউনিয়ন/ইউনিট/শাখা কমিটি এবং সারা দেশের আহলা দরবার শরীফের খানকাহ শরীফ সমূহ হতে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন স্ব-স্ব ইউনিটের সভাপতি/সম্পাদক, স্ব-স্ব খানকাহ শরীফের সম্মানিত খাদেমগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
★হযরত সেহাব বাবা (রহঃ)’র মুরিদানদের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পীর ভাই-বোন,সংসদ সদস্য থেকে শুরু করে ইউ,পি সদস্য পর্যন্ত জনপ্রতিনিধিগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিত্তবান পীর ভাইগণ সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আঞ্জুমানের পক্ষ থেকে আলাদা ভাবে ত্রাণ বিতরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
★বিশেষ করে অনলাইন এবং প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ত্রাণ বিতরনের কোন নিউজ করার ব্যাপারে নিষেধ ছিলো এরপরো অনেক সাংবাদিক ভাই স্ব-ইচ্ছায় আমাদের কর্মকাণ্ড দেখে ফেইসবুক থেকে সংগ্রহ করে নিউজ করে দিয়েছেন,এরজন্য কোন সাংবাদিক ভাইদের এক টাকা খরচ ও প্রদান করা হয় নাই।
★সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের সূন্নীজনতা আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচীর পোস্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সর্বোপরি,আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী,আল-চিশতী (মা,জ্বি,আ)’র প্রতি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেই ভাষা আমাদের জানা নেই,কারণ আঞ্জুমানের প্রত্যেকটা কাজ উনার সুনির্দিষ্ট দিক- নির্দেশনায় সম্পন্ন হয়েছে,তাই গোলামদের পক্ষ থেকে সাজ্জাদানশীন ক্বেবলার ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।
আমাদের প্রাণপ্রতিম মুরশীদ ক্বেবলা হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ) আমাদের সকল ভূল ত্রুটি ক্ষমা করে আমাদের সকল কাজকে গোলামী হিসেবে করুক করলে আমরা স্বার্থক হবো।
আমিন,বেহুরমতে সাইয়িদিল মুরসালীন (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
ধন্যবাদান্তেঃ
আলহাজ্ব এ,এইচ,এম নিযামুদ্দীন (রাজু)
সভাপতি,
মাকসুদুর রহমান
সাধারণ সম্পাদক
আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটি।
আহলা দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রাম।