
প্রতিনিধিঃ-
আগামী ২৩ সফর ১৪৪৩ হিজরি পহেলা অক্টোবর ২০২১ ইংরেজি শুক্রবার ইমামে আহলে সুন্নাত, আশেকে রাসুল, আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র:) এর প্রধান খলিফা ও খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল, হাযত রওয়া, মুশকিল কোশা, আল্লামা শাহছূফী হযরত আবদুল মাবুদ আলকাদেরী (রহমাতুল্লাহি তা’আলা আলাইহি) ‘র পবিত্র ৩৫ তম বার্ষিক ওরশ মোবারক ও খতমে বোখারী শরীফ তেলাওয়াত উপলক্ষে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১টায় আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদেরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লামা আলহাজ্ব আব্দুল করিম আলকাদেরী, আল্লামা ফরিদ উদ্দিন আল কাদেরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুস্তাক আহমেদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা মুনছুর আলম, মাওলানা ইসমাইল, মাওলানা হাফেজ মহসিন, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, মাওলানা মঞ্জুর হোসাইন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা রুহুল আমিন প্রমূখ ।
দোয়া মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।