এমরান হোসেন মিঠু
বাংলা নাট্যান্দোলনের অমর স্রষ্টা, কিংবদন্তী পুরুষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ স্মরণে সন্দীপনা কেন্দ্রিয় সংসদের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণানুষ্ঠান সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত অধ্যাপক মমতাজ উদ্দিননের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ পূর্বক দলীয় শ্রদ্ধা নিবেদন করেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে. দাশ (মামুন)।

সকাল সাড়ে ১০টায় “স্মৃতিচারণ মূলক’ স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন- সন্দীপনার সিনিয়র সহ সভাপতি প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন- ‘আম্বেদকর সোসাইটি এন্ড পীচ’ কলকাতার পরিচালক মি. শন্তনু মন্ডল। সম্মানিত বিশেষ অতিথি আলোচকদের মাঝে ছিলেন- বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, সংগঠক হাবিবুর রহমান, নাট্যজন শেখ শওকত ইকবাল, বেতার ও টিভি শিল্পী প্রণব দাশ গুপ্ত, শিল্পী ও সঙ্গীত পরিচালক এম.এ. হাশেম, সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, সংগঠক প্রণব রাজ বড়–য়া, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, শিল্পী হানিফুল ইসলাম, আই.টি এক্সপার্ট ধনঞ্জয় শর্ম্মা, নাট্যকর্মী, জাহানারা পারুল, বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ ফজল, সাংবাদিক আবছার উদ্দিন অলি, অধ্যাপক সঞ্চয়ন বড়–য়া, সংগঠক এম.এ সালাম, সাংবাদিক তাজুল ইসলাম রাজু, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, নাট্যজন মোঃ রাশেদ। শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- নাট্যকর্মী মোঃ আজগর আলী, মোঃ রাশেদ, মোঃ আয়েন উদ্দীন, শান্তা সেন, রবিন চৌধুরী, সাগর দেব নাথ, সুস্মিতা সেন, ইমন বিশ্বাস, অর্পণ সরকার, একরামুল হোসেন, জ্যোতি শর্ম্মা, আইটি এক্সপার্ট মোহাম্মদ ইসমাইল, হারুন অর রশিদ প্রমুখ।

স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তারা বলেন- অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদের নাটক- জীবন ঘনিষ্ঠ উপাদানের আকড়। নানাবিদ সংকট উত্তরণ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, মহান মুক্তিযুদ্ধ, ৫২’র ভাষা আন্দোলন ইত্যাদি বিষয়সহ সার্বিক সমাজ ও রাষ্ট্রিক জীবনকে সহজীকরণের রসায়নে তাঁর লেখা নাটকগুলো বহু জীবন জিজ্ঞাসার সমাধান। ব্যক্তি জীবনে একজন সফল ইতিহাসের অধ্যাপক হয়েও সাহিত্যে, নাটকের মত ত্রিমাত্রিক শিল্পধারায় তাঁর অবদান অনবদ্য। বিশেষ করে তিনি ছিলেন- ৫২’র একজন ভাষা সৈনিক, একজন মহান মুক্তিযুদ্ধের অন্তলীন চেতনার উদ্গাতা পুরুষ। নাটকে তাঁর স্বকীয় অভিনয় শৈলী তাঁকে দিয়েছে একজন শক্তিধর চরিত্রাভিনেতার শীর্ষ আসন। তাঁর লেখা মুক্তিযুদ্ধের নাটকে প্রতিটি বাঙালির অকূতোভয়ে দেশমাত্রিকার জন্য আহুতির অঙ্গীকার। আলোচনা অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক মমতাজ উদ্দীনের স্মৃতির উদ্দেশ্যে সমবেত নীরবতা পালন ও সংগীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পী বৃষ্টি দাশ। সভায় বক্তারা অধ্যাপক মমতাজ উদ্দীনের নামে চট্টগ্রাম সরকারি কলেজে একটি হলের নাম করণ দাবী করেন।

সর্বশেষ পর্বে তাঁর বিভিন্ন নাটক থেকে পাঠ করেন- নাট্যকর্মী জাহানারা পারুল, মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ রাশেদ, বৃষ্টি দাশ, জ্যোতি শর্ম্মা, আজগর আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here