নিজস্ব প্রতিবেদক:

চরণদ্বীপ দরবারে রজভীয়া আলিয়া শরীফের পীর ছাহেব, মুফতিয়ে আজম, মুফাচ্ছেরে হাক্কানী, মুহাদ্দেসে রব্বানী, আকমালুল কামেলীন, বাহরুল উলুম, মুরশিদে বরহক, নায়েবে আলা হযরত, অধ্যক্ষ আল্লামা মুফতি শাহ্ মুহাম্মদ ইদ্রীছ রজভী বড় হুজুর কেবলার আজ ২৭জুলাই আসরের আজানের সময় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর।  তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়, মুরীদান ও গুণগ্রাহী রেখে যান।

ইসলামের মূল রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসারে যাদের নাম ও ত্যাগের কথা সর্বত্র সমাদৃত, তাদের মধ্যে মুফতিয়ে আজম বড় হুজুর কিবলা ছিলেন অন্যতম।

ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী শেরে বাংলা (রাহঃ) এর যোগ্য শিষ্য হিসেবে সুন্নীয়তের ময়দানে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে।

কোন এক শুভ মুহুর্তে হুজুর কেবলা আল্লামা তাহের শাহ (ম.) এর একান্ত সান্নিধ্যে বড় হুজুর কেবলা
কোন এক শুভ মুহুর্তে হুজুর কেবলা আল্লামা তাহের শাহ (ম.) এর একান্ত সান্নিধ্যে বড় হুজুর কেবলা

বার আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত চরণদ্বীপ গ্রামে ১ জানুয়ারী ১৯১৩ সালে কোন এক শুভ মুহুর্তে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন অলিয়ে কামেল হযরত শাহসূফি আল্লামা শাহ্ মুহাম্মদ দুলা মিয়া ছাহেব কেবলা (রাহঃ)।

আগামীকাল বেলা ১১টায় শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে একটি সূত্র জানিয়েছেন ।

হুজুর কেবলার মৃত‌্যুকে আলোকিত বোয়ালখালী পরিবার গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের ও শুভানুধ্যায়ীদের প্রতি সমেবদনা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন: অধ্যক্ষ আল্লামা মুফতি শাহ্ মুহাম্মদ ইদ্রীছ রজভী বড় হুজুর কেবলার সংক্ষিপ্ত জীবনী

অধ্যক্ষ আল্লামা মুফতি শাহ্ মুহাম্মদ ইদ্রীছ রজভী বড় হুজুর কেবলা

একজন মানুষ বেঁচে থাকে অন্যের প্রতি সুন্দর আচরণের মাধ্যমে :মুফতি ইদ্রিস রেজভী

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here