চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। বিএনপি’র মনোনীত প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

এ উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৯ মনোনয়ন প্রত্যাশী। ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তিন বিএনপি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও টানা তিনবারের সাংসদ মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৩ জানুয়ারি এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বিএনপি ছেড়ে যাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে না পারায় সে সময় দলের প্রার্থী করা হয় চট্টগ্রাম মহনগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহকে। তিনি মহাজোট প্রার্থী জাসদ নেতা বাদলের কাছে পরাজিত হন।

২০১৪ সালের নির্বাচন বয়কট করে দলটি। ওই নির্বাচনেও জয়লাভ করেন বাদল। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে মোর্শেদ খান বিএনপির মনোনয়ন চেয়েও পাননি। তার পরিবর্তে নির্বাচন করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। তিনিও হেরে যান মহজোট প্রার্থী জাসদ নেতা প্রয়াত মইনউদ্দীন খান বাদলের কাছে।

গত ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তসফিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর। নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৩ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here