নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’র স্বপ্নদ্রষ্টা জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানিয়েছে পাঠশালার নেতৃবৃন্দ।
সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনাকারী পাঠাশালার অন্যতম উদ্যাক্তা সুব্রত দত্ত রাজু বলেন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর সিকদার স্যারকে বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। তিনি একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। তার সফলতা কামনা করছি।
জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা ও সুবিধায় শ্যাম সুন্দর সিকদারকে এই দায়িত্ব দিয়ে আজ সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শ্যাম সুন্দর সিকদার বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্বে মো. জহুরুল হকের স্থলাভিষিক্ত হলেন। জহুরুল হক গত ৪ ডিসেম্বর তার মেয়াদ শেষ করেছেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান শ্যাম সুন্দর। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করা শ্যাম সুন্দর ২০০৯ সালে যুগ্ম-সচিব এবং ২০১২ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।
২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। পরের বছর ২ মার্চ তিনি সচিব পদে পদোন্নতি পান।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকাকালেই ২০১৯ সালের ১ জানুয়ারি তাকে জ্যেষ্ঠ সচিব করে নেয় সরকার।
নিয়ম অনুযায়ী, শ্যাম সুন্দরকে সোমবার বিটিআরসির কমিশনার পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সেই সঙ্গে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কমিশনারদের মধ্য থেকে একজনকেই বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত কমিশনার থাকা যায়।