নিজস্ব প্রতিনিধি : বোয়ালখালীতে ৭টি বিচারাধীন মামলার আসামী আমেনা খাতুনকে (৫২) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ মে) গ্রেফতারকৃত আমেনাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমেনা খাতুন উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।
পুলিশ জানায়, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে আমেনা খাতুনকে বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী বলেন, মাদক ব্যবসায়ী আমেনা বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে। ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।